পুরোপুরি ফিট, ক্রিজে ফেরার ঘোষণা করলেন হার্দিক পাণ্ড্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Nov 2019 12:50 PM (IST)
1
2
কিন্তু আগামী বছর অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপে ২৫ বছরের হার্দিক দলের শক্তি হয়ে উঠতে পারেন।
3
দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ও বাংলাদেশ সিরিজে দলে সুযোগ পাননি হার্দিক।
4
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ চলাকালীন পিঠে চোট পান তিনি।
5
ইংল্যান্ডে গিয়ে পিঠের চোটের চিকিৎসা করান মুম্বই ইন্ডিয়ানসের এই অলরাউন্ডার। এই ডাক্তাররাই গত বছর ভারতের ইংল্যান্ড ট্যুর ও বিশ্বকাপ চলাকালীন তাঁর চিকিৎসা করেন।
6
হার্দিক লিখেছেন, বহুদিন মাঠের বাইরে ছিলাম। খেলায় ফেরার থেকে ভাল কোনও অনুভূতি নেই।
7
চোট সেরেছে, এখন তিনি ফিট। টুইটারে জানালেন হার্দিক পাণ্ড্য।