কার জন্য করবা চৌথ পালন করলেন লুলিয়া ভান্তুর?
লুলিয়া ভারত ছাড়ার পরেই রটে গিয়েছিল, তাঁর সঙ্গে আর সলমনের সম্পর্ক নেই। কিন্তু এই ছবি অন্য কথা বলছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
সলমন খানের জন্যই কি করবা চৌথ পালন করলেন তাঁর বান্ধবী বলে কথিত লুলিয়া ভান্তুর? সোশ্যাল মিডিয়ায় লুলিয়ার পোস্ট ঘিরে সেই জল্পনাই তুঙ্গে উঠেছে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
ভারতে থাকাকালীন সলমনের সঙ্গে সবসময় দেখা যেত লুলিয়াকে। এমনকী বিভিন্ন ছবির শ্যুটিং চলাকালীন সেটেও দেখা গিয়েছে লুলিয়াকে। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
ভারতে না থাকলেও, নিজের মতো করে করবা চৌথ পালন করেছেন লুলিয়া। ইনস্টাগ্রামে সেই ছবিও দিয়েছেন।
সলমনের ভক্তদের আশা, এবার বিয়ে করে থিতু হবেন বলিউডের এই নায়ক। পাত্রী কি লুলিয়াই? ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
লুলিয়া ভারত ছাড়ার পর তাঁদের যোগাযোগ আছে কি না, সে বিষয়ে অবশ্য নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
করবা চৌথ উপলক্ষে লুলিয়া যে পোস্ট করেছেন, তাতে ভালবাসার ছোঁয়া রয়েছে। সেই ভালবাসা কি সলমনের জন্যই? ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
এই ব্রত উপলক্ষে সবাইকে শুভেচ্ছাও জানিয়েছেন লুলিয়া। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
সুন্দরী লুলিয়ার সঙ্গে সলমনের সম্পর্ক টিকে থাকুক এবং পরিণতি পাক, এটাই তাঁর ভক্তদের কামনা। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম