প্রথম সপ্তাহেই ৩০ কোটি, বাজিমাত 'ফোর্স টু'-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Nov 2016 09:26 PM (IST)
1
ফোর্স টু-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম ও সোনাক্ষী সিনহা।
2
প্রথম সপ্তাহেই ৩০ কোটির বেশি ব্যবসা করে ফেলল ফোর্স টু। এই সপ্তাহেই মোট ৩০.১৫ কোটি টাকা তুলে নিয়েছে অ্যাকশন ফিল্মটি।
3
ভিয়াকম১৮ মোশন পিকচার্স প্রযোজিত এই ছবির পরিচালক অভিনয় দেও। সঙ্গীত পরিচালক রাম সমপত।
4
5
গত ১৮ নভেম্বর মুক্তি পায় ছবিটি।