ভারতের বাজারে এল ফোর্ড মুস্ট্যাং, দাম ৬৫ লক্ষ!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর দাম ধার্য করা হয়েছে ৬৫ লক্ষ (এক্স-শোরুম)
আপাতত বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি হয়েই আসবে মুস্ট্যাং।
গাড়িতে আছে ৬টি স্পিড গিয়ার। ডুয়াল ক্লাচ, অটো ট্রান্সমিশন। তবে আন্তর্জাতিক বাজারে ম্যানুয়াল ট্রান্সমিশনও পাওয়া যায়।
ভি ৮ ইঞ্জিনটি ৪০১ পিএস পর্যন্ত শক্তি তুলতে সক্ষম। এটি ৫১৫ এনএম টর্ক আউটপুটও দিতে পারে বলে দাবি সংস্থার।
গত ফেব্রুয়ারিতে অটো এক্সপো-তে ফোর্ড ঘোষণা করেছিল, তারা ভারতের বাজারে আনতে চলেছে মুস্ট্যাং।
ভারতে আপাতত ৫.০ লিটার পেট্রল ভার্সান-ই বিক্রি করা হবে।
ষষ্ঠ প্রজন্মের এই শক্তিশালী গাড়িটি উত্তর আমেরিকায় ২০১৪ সালের ডিসেম্বর মাস থেকেই বিক্রি হচ্ছে।
ষষ্ঠ প্রজন্মের ফোর্ড মুস্ট্যাং টেক্কা নিতে পারে অডি, মার্সিডিজ এবং বিএমডব্লু-র সঙ্গে...
বুধবার ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ফোর্ড মুস্ট্যাং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -