মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি, সেখানকার পরিস্থিতি দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Aug 2018 03:22 PM (IST)
1
মেঘ ভাঙা বৃষ্টির জেরে বদ্রীনাথ ধাম যাওয়ার রাস্তাও ভেঙে গিয়েছে
2
মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলি। জখম চার। এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বেশি ক্ষতিগ্রস্থ পশুরা। প্রাণ গিয়েছে বহু পশুর
3
রুদ্রপ্রয়াগ, করণপ্রয়াগেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নৈনিতাল, পিথোরাগড়, উধামসিংহ নগরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
4
এই মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে সোনালি থেকে ৩৫ কিমি দূরে করনপ্রয়াগে
5
আপাতত চামোলিতে বৃষ্টি থামলেও, গাড়ওয়াল অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।