১৫-ই অগাস্টের উপহার ফ্রি-তে ‘রুস্তম’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Aug 2016 08:50 PM (IST)
1
অক্ষয় কুমার ও ইলিনা ডিক্রুজ অভিনীত এই ক্রাইম মিস্ট্রি-র কাহিনীকার বিপুল কে রাওয়াল, পরিচালক টিনু সুরেশ দেশাই।
2
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন সমস্ত মাল্টিপ্লেক্স-এ ‘রুস্তম’-এর অন্তত একটি শো বিনামূল্যে দেখানোর আর্জি জানিয়েছে লখনউ জেলা প্রশাসন।
3
জেলা শাসক রাজশেখর জানিয়েছেন, ১৫ অগাস্ট উপলক্ষ্যে প্রতিটি মাল্টিপ্লেক্সে ‘রুস্তম’-এর একটি করে শো ফ্রি-তে দেখানোর ব্যবস্থা করেছেন তাঁরা।
4
সেইদিনই সকাল থেকে টিকিট পাওয়া যাবে। আগে এলে আগে পাবে, এই হিসেবে টিকিট দেওয়া হবে। ৩৩ শতংশ টিকিট প্রবীণ নাগরিক এবং ৩৩ শতাংশ টিকিট স্কুল পড়ুয়াদের জন্য সংরক্ষিত থাকবে।