বাহুবলী থেকে সাহো, রুপোলি পর্দায় প্রভাসের প্রত্যেকটি এন্ট্রি তাক লাগানো
প্রত্যেক ছবিতেই নিজের চরিত্রে দর্শকদের মন কাড়েন প্রভাস
শেষমেষ জলপ্রপাতের পাহাড়ের একেবারে মাথায় দেখা যায় নায়ক মহেন্দ্র বাহুবলী রুপী প্রভাসকে।
‘বাহুবলী দ্য বিগিনিং’ ছবিতে প্রথমে দেখা যায় একটি ছোট ছেলেকে। জলপ্রপাত বেয়ে উঠতে দেখা যায় তাঁকে। এরপরেই বয়স বেড়ে যুবক প্রভাসকে দেখা যায় জলপ্রপাতের জল থেকে উঠতে।
বিশাল সেই রথ দিয়ে তিনি আটকে দেন একটি হাতির তাণ্ডব। এরপর তীরের সঙ্গে আগুন ছুঁড়ে পালন করেন রাক্ষসদহনের নিয়ম
‘বাহুবলী- দ্য কনক্লুসান’ ছবিতেও প্রভাসের প্রবেশ ছিল দেখার মতো। একটি বিশাল রথকে টেনে নিয়ে পর্দায় আসেন তিনি।
‘বাহুবলী দ্য বিগিনিং’ ছবিতে প্রথম দর্শকদের নজর কাড়েন প্রভাস। দক্ষিণী এই অভিনেতা নিজের গন্ডি ছাড়িয়ে মন কাড়েন বলি দর্শকদেরও। এরপর ‘বাহুবলী- দ্য কনক্লুসান’ ও সবশেষে ‘সাহো’ বলিউডের দর্শকেরা মজেছেন প্রভাসের অভিনয়ে, স্টাইলে। এই তিন ছবির ক্ষেত্রেই প্রভাসের রুপোলি পর্দায় প্রবেশ ছিল বেশ অন্যরকম। ফিরে দেখা যাক এই তিন ছবির গল্পে প্রভাসের প্রবেশ।
‘সাহো’ ছবিতে একটি গাড়ি থেকে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নামতে দেখা যায় প্রভাসকে। নামার সঙ্গে সঙ্গে একটি দোকানে গিয়ে ধাক্কা খায় গাড়িটি।