ভারত থেকে থাইল্যান্ড-গ্রীষ্মে বেড়াতে চলুন সূর্যধোয়া এই সমুদ্রতটগুলিতে
থাইল্যান্ড। প্রতি বছর এখানে আসেন প্রায় তিন কোটি পর্যটক। এখানকার ফুকেত ও পাটায়া তট বিশ্ববিখ্যাত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীলঙ্কা। সুন্দর সুন্দর সমুদ্র তট ও পাহাড়ের দেশ। ঐতিহাসিক স্থল, অ্যানিম্যাল সাফারি, আর অশেষ প্রাকৃতিক সৌন্দর্য- এই গ্রীষ্মে লেগে পড়তে পারেন ছোট্ট এই প্রতিবেশী দেশের সৌন্দর্য সন্ধানে।
দুবাই। বুর্জ আল আরব আর কৃত্রিম দ্বীপ দ্য ওয়ার্ল্ড এখানকার বিখ্যাত পর্যটন কেন্দ্র। সকালে ঘুরুন শহরে, দুপুরে মরুভূমি সাফারি আর রাতে দুর্দান্ত নৈশভোজ। আর কী চাই?
পুরী। ওড়িশার এই তট নিয়ে বাঙালিকে নতুন করে কিছু বলার নেই। যেমন সুন্দর, তেমন পরিচ্ছন্ন। লুপ্তপ্রায় অলিভ রিডলে প্রজাতির কচ্ছপেরও দেখা মেলে এখানে। আর রয়েছে জগন্নাথদেবের মন্দির।
কোভালম। কেরলের এই তট তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। নীচু নীচু ঢেউ আছড়ে পড়া কোভালম বাচ্চাদের পক্ষে অত্যন্ত নিরাপদ। সঙ্গে রয়েছে সমুদ্র থেকে উড়ে আসা উথালপাথাল হাওয়া।
হাঁসফাঁস গরম থেকে বাঁচতে কটা দিনের জন্য ঘুরে আসছেন অনেকেই। চলুন না, সমুদ্রে যাই। কেরল থেকে শ্রীলঙ্কা- হাতের কাছে আছে অসামান্য সব সমুদ্রতট। দেখুন সে সবেরই এক ঝলক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -