রাজধানী নয়াদিল্লি থেকে মুম্বই, কলকাতা : পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে রোষে ফুঁসছে গোটা দেশ
১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তিপোরায় আত্মঘাতী জঙ্গি হামলা হয় সিআরপিএফ কনভয়ে। কাশ্মীরে এই পর্যন্ত সবচেয়ে বড় হামলা এটি। সব ছবি সৌজন্যে গেটি ইমেজেস
পুলওয়ামা জঙ্গি হামলায় প্রায় ৪০ জন নিহত ও বহু জওয়ান আহত হন।
পোস্টার নিয়ে বিক্ষোভের এই ছবি নয়াদিল্লির।
পোস্টার নিয়ে স্লোগান দিয়ে মিছিল করেন অনেকে।
ইমরান খানের পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখান দিল্লির সরোজিনি নগরের ব্যবসায়ীরা।
দিল্লির সরোজিনি নগরের দোকানিরা পাকিস্তানের পতাকা পুড়িয়ে পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিবাদ জানান।
চার্চের সামনে বেরোয় মোমবাতি মিছিল।
কলকাতার খ্রীষ্ট ধর্মের মানুষেরা মোমবাতি মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান পুলওয়ামা হামলার।
পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে বনধের ছবি দেখা যায় নাগাল্যাণ্ডে।
পোড়ানো হয় পাকিস্তানের পতাকাও।
ইন্ডিয়া গেটের সামনে স্লোগান দিয়ে, পতাকা মোমবাতি নিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।
রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে এনডিএমসি আয়োজন করেছিল এক মোমবাতি মিছিলের। প্রচুর মানুষ এদিন জমায়েত হন কনট প্লেসে। মোমবাতি জ্বেলে, পতাকা উড়িয়ে নিহত জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বালুশিল্পী লক্ষী মুম্বই-এর জুহু বিচে বালুশিল্পের মাধ্যমে শ্রদ্ধা জানান পুলওয়ামায় নিহত জওয়ানদের।
মুম্বই-এর মেরিন ড্রাইভে পুলওয়ামায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান কলেজ পড়ুয়ারা।
পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে রোষে ফুঁসছে গোটা দেশ। রাজধানী নয়াদিল্লি থেকে মুম্বই, কলকাতা, এমনকি নাগাল্যাণ্ডেরও বিভিন্ন জায়গায় পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন মানুষ, দেখা গেল ক্ষোভের বহিঃপ্রকাশ।