আজ থেকেই ভারতের বাজারে মিলবে আইফোন SE ও আইপ্যাড প্রো নাইন পয়েন্ট সেভেন, একনজরে দেখব বৈশিষ্ট্যগুলো
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত মাসেই ভারতে অ্যাপেল তাঁদের ঘড়ির দাম অনেক কমিয়ে দেয়। এইমুহূর্তে অ্যাপেল-এর স্পোর্টস ঘড়ির দাম ২৫ হাজার ৯০০ থেকে শুরু।
গত মাসেই ভারতে অ্যাপেল তাঁদের ঘড়ির দাম অনেক কমিয়ে দেয়। এইমুহূর্তে অ্যাপেল-এর স্পোর্টস ঘড়ির দাম ২৫ হাজার ৯০০ থেকে শুরু।
ভারত ছাড়া আজকে যে সমস্ত দেশে অ্যাপেল আইফোন SE ও আইপ্যাড প্রো নাইন পয়েন্ট সেভেন এল এরমধ্যে রয়েছে অ্যালবানিয়া, অ্যান্ডোরা, অস্ট্রিয়া, বেহেরিন, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, কয়েত, ম্যাসিডোনিয়া, সোদি আরব, সুইত্জারল্যান্ড, মলদ্বীপ, তাইওয়ান, তুরস্ক।
ওয়াই-ফাই প্লাস সেলুলার মডেলের ৩২ জিবির দাম ৬১ হাজার ৯০০ টাকা, ১২৮ জিবির দাম ৭৩ হাজার ৯০০ ও ২৫৬ জিবির মডেলের দাম ৮৫ হাজার ৯০০ টাকা
৯.৭ ইঞ্চির আইপ্যাড প্রো পাওয়া যাবে ৩২ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবিতে। তবে আইপ্যাড-এর দুটি মডেলই পাওয়া যাবে ওয়াই-ফাই ওনলি ও ওয়াই-ফাই প্লাস সেলুলার মডেলে। ওয়াই-ফাই ওনলি মডেলের ৩২ জিবির আইপ্যাডের দাম ৪৯ হাজার ৯০০ টাকা, ১২৮ জিবির মডেলের দাম ৬১ হাজার ৯০০ টাকা এবং ২৫৬ জিবির আইপ্যাডের দাম ৭৩ হাজার ৯০০ টাকা।
আইফোন SE পাওয়া যাবে ৩২ জিবি ও ৬৪ জিবিতে। এরমধ্যে ৩২ জিবির দাম ৩৯ হাজার টাকা ও ৬৪ জিবির দাম ৪৯ হাজার টাকা।
ভারতের বাজারে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে মিলবে আইফোন SE ও আইপ্যাড প্রো নাইন পয়েন্ট সেভেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -