ওজন কমানোর উপকরণ রয়েছে আপনার রান্নাঘরেই!
লেবুর রস ও মধু ত্বকের পক্ষেও উপকারী।এতে ত্বকের বলিরেখা থেকে মুক্তি পাওয়া যায়। লেবুর রসে রক্ত পরিশ্রুত হয়। এতে ত্বকে জেল্লা বাড়ে। (বিঃদ্রঃ- গবেষণায় প্রাপ্ত তথ্যে এই দাবি করা হয়েছে। তাই এ ব্যাপারে কোনও সাহায্য নেওয়ার জন্য চিকিত্সকের পরামর্শ নিন। )
লেবুর রস ও মধু থেকে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। এতে ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে। এতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সংক্রমণ থেকেও রক্ষা পাওয়া যায়।
কোষ্ঠকাঠিন্য থাকলেও লেবুর রসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পান করুন।লেবুতে থাকা ফাইবার ইরিটেবল বাওয়েল সিস্টেমেও সাহায্য করে। গরম পানিতে খাবার সহজেই অন্ত্র থেকে বেরিয়ে যায়। ফলে কোষ্ঠকাঠিন্য থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায়।
খালি পেটে মধু ও লেবুর রস খেলে ফ্যাট কম হয়। সেইসঙ্গে অতিরিক্ত ওজন থেকেও রক্ষা করে।
হাল্কা গরম জলে মিশিয়ে লেবুর রস ও মধু খেলে হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যাঁদের পেট খারাপ হয়, তাঁদের কাছে এই মিশ্রণ খুবই উপকারী। এতে পেট পরিষ্কার হয়। সঙ্গে টক্সিন শরীরেই বাইরে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়। হজম আচ্ছা হলে মেটাবিলইজম ভালো হয়। সেজন্য শরীরে বাড়তি ওজন কম হয়।
লেবুর রসে মধু মেশান। হালকা গরম জলে ওই মিশ্রন মিশিয়ে সকালে খালি পেটে খেলে তা ওজন কমাতে সাহায্য করে। মোটা না হলেও লেবুর রস ও মধু পান করে বিভিন্ন রোগকে দূরে রাখতে পারেন। লেবুর রস ও মধু খেলে কী কী লাভ হয় তা দেখে নেওয়া যাক এক নজরে।
বাড়তি ওজন নিয়ে সমস্যায় পড়েছেন? জিমে গিয়ে বা মর্নিং ওয়াক করেও ওজন কমছে না? তাহলে হাতের কাছেই কিছু উপকরণ রয়েছে। আর তা রয়েছে আপনার রান্না ঘরেই। সেগুলি চেষ্টা করতে পারেন।