ছবিতে দেখুন: '৮৩' ছবিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের খেলোয়াড়দের ফার্স্ট লুক!
যতীন সর্না অভিনয় করেছেন যশপাল শর্মার ভূমিকায়।
শ্রীকান্তের চরিত্রে জিভা।
মাহিন্দর অমরনাথের ভূমিকায় সাকিব সেলিম
অ্যামি ভির্ক অভিনয় করেছেন বলবিন্দর সিং সন্ধুর ভূমিকায়।
সঈদ কিরমানির চরিত্রে অভিনয় করছেন
আদিনাথ কোঠারে অভিনয় করছেন দিলীপ বেঙ্গসরকারের ভূমিকায়।
সুনীল গাওস্করের চরিত্রে অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন।
ধৈর্য করওয়া অভিনয় করবেন রবি শাস্ত্রীর চরিত্রে।
সন্দীপ পাতিলের চরিত্রে অভিনয় করবেন চিরাগ পাতিল।
রজার বিনির চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন নিশান্ত দহিয়া।
মদন লালের ভূমিকায় হার্ডি সান্ধু।
কীর্তি আজাদের ভূমিকায় আছেন দিনকর শর্মা।
রণবীর সিংহকে কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
আগামী এপ্রিলে মুক্তির অপেক্ষায় '৮৩'। কপিল দেবের জীবন ও তাঁর বিশ্বকাপ জয়ের কাহিনিই এই ছবি। সম্প্রতি এই ছবিতে টিম ইন্ডিয়ার ১৪ জনের দলে থাকা খেলোয়াড়দের ভূমিকায় কে কে অভিনয় করতে চলেছেন তা জানা গেল। তাদের ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন রণবীর সিংহ, তাঁর ইনস্টাগ্রাম পোস্টে।