কোথাও রোদ, কোথাও মেঘ, মাঝে দেখা দিল রামধনু
সুশান্ত দাস | 23 Apr 2020 08:10 PM (IST)
1
বৃষ্টি বিরতি নিলে পূবের আকাশে দেখা দেয় সে। একেবারে অর্ধবৃত্ত রামধনু।
2
সব ছবি সৌজন্য : সুশান্ত দাস
3
দক্ষিণ থেকে ধেয়ে আসা কৃষ্ণকায় মেঘের মধ্যে ক্রমাগত বিদ্যুতের ঝলকানি।
4
পড়ন্ত সূর্যের এই দুরন্ত দৃশ্য সত্যিই অতুলনীয়।
5
রামধনুর এই অর্ধচক্র আকৃতি, অর্থাৎ দুই প্রান্তই স্পষ্ট, খুব একটা বেশি কলকাতার আকাশে দেখা যায় না।
6
বৃহস্পতিবার বিকেলে কলকাতার আকাশে আচমকাই মেঘের ঘনঘটা।
7
পূবের আকাশে যখন দেখা দিল রামধনু, তখন পশ্চিমের আকাশ যেন আগুন।
8
বিকেলেই সন্ধ্যা নেমে আসে। শুরু হয় বৃষ্টি। তার চেয়েও বেশি দমকা হাওয়া।