দিন-রাতের টেস্টে দর্শক আকর্ষণের জন্য গাব্বায় সুইমিং পুল
গাব্বায় এখন অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচ চলছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সুইমিং পুলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার স্টেফনি রাইস। পুলে নামা কোনও ব্যক্তি যাতে বিপদে না পড়েন, তার জন্য লাইফ গার্ডও রাখা হয়েছে
তবে সব দর্শক এই সুবিধা পাচ্ছেন না। উপযুক্ত পোশাক পরে থাকা দর্শকদের বেছে নিয়ে সুইমিং পুলে নামার সুযোগ দেওয়া হচ্ছে
৩২ হাজার লিটার জলের এই পুল সত্যিই আকর্ষণীয়
ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা পূরণ করে অনেক দর্শকই সুইমিং পুলের আকর্ষণে গাব্বায় টেস্ট ম্যাচ দেখতে আসছেন
এই ম্যাচ দেখতে প্রতিদিন অন্তত ২৫ হাজার দর্শক আসছেন
গাব্বায় প্রথম দিন-রাতের টেস্টে দর্শক আকর্ষণের জন্য সুইমিং পুল চালু করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, এর ফলে টেস্ট ম্যাচ দেখতে আরও বেশি দর্শক আসবেন
ব্রিসবেনে এই মুহূর্তের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই গরমে খেলা দেখতে আসা অনেক দর্শকই সুইমিং পুলের জলে শরীর ডুবিয়ে বসে থাকছেন
ক্রিকেটে গত কয়েক দশকে অনেক বদল এসেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া যে উদ্যোগ নিয়েছে তা অভিনব। ক্রিকেট স্টেডিয়ামে এই দৃশ্য আগে দেখা যায়নি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -