দেখুন: সলমন খানের বাড়িতে গণেশ চতুর্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Sep 2016 01:35 PM (IST)
1
অনুষ্ঠানে ছিলেন সলমনের ভাই সোহেল খানও।
2
দিলীপ তাহিল।
3
অভিনেতা চাঙ্কি পাণ্ডে।
4
গোলাপি পোশাকে অমৃতা অরোরা।
5
অরোরা বোনেরা- মালাইকা আর অমৃতা।
6
সলমনের বোন অর্পিতা খান শর্মা।
7
সুন্দর ঝুমকোয় সুন্দরী দিব্যা।
8
স্বামী ও ছেলের সঙ্গে অনুষ্ঠানে অভিনেত্রী দিব্যা খোসলা।
9
দিয়ার স্বামী সাহিল সঙ্ঘের এথনিক লুক।
10
তবে অনুষ্ঠানে ছিলেন বহু নামিদামি তারকা। যেমন দিয়া মির্জা।
11
গণেশ উৎসবে এটি সলমনের পুরনো ছবি। মানালিতে ‘টিউবলাইট’-এর শুটিংয়ে ব্যস্ত থাকার জন্য এবার অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি।
12
সুন্দর করে সাজানো গণপতি বাপ্পার এই ছবি পোস্ট করেছেন সলমনের বোন অর্পিতা।
13
ভগবান গণেশকে স্বাগত জানাচ্ছেন সুশীলা। পবিত্র গণেশ উৎসবের সূচনা।
14
সলমন খানের মা সুশীলা এবারও আয়োজন করেন বিরাট গণেশ চতুর্থী উৎসব। বলিউডের বহু নামিদামি তারকা যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। চলুন, দেখে নিই এক্সক্লুসিভ সব ছবি।