দেখুন, গণেশ বিসর্জনে সাংবাদিকদের মারলেন ঋষি ও রণধীর কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2016 09:23 PM (IST)
1
ঋষি ও রণধীর কপূর এবং তাঁদের দেহরক্ষীরা সাংবাদিকদের সেই জায়গা থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন
2
কপূর পরিবারের সদস্যদের এই অভদ্র আচরণের নিন্দা শুরু হয়েছে
3
ইন্টারনেটে এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে
4
মুম্বইয়ে গণেশ বিসর্জনে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করলেন কপূর পরিবারের সদস্যরা
5
রণধীর কপূর এক সাংবাদিককে চড় পর্যন্ত মারলেন
6
গণেশ বিসর্জনে প্রতি বছরের মতোই গিয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু তাঁদের দেখেই চটে যান কপূর পরিবারের সদস্যরা
7
বেশিরভাগ মানুষই এই খারাপ ব্যবহার মেনে নিতে পারছেন না
8
ঋষি কপূর ধাক্কা মেরে সাংবাদিকদের সরিয়ে দিলেন
9
দুই প্রবীণ অভিনেতা ঋষি ও রণধীর কপূর সাংবাদিকদের গায়ে হাত পর্যন্ত দিলেন