ছবিতে দেখুন, গম্ভীরের ২০০!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Apr 2016 09:43 PM (IST)
1
তবে আন্তর্জাতিক ও ঘরোয়া টি-২০ ম্যাচ ধরে এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব আছে একমাত্র কায়রন পোলার্ডের।
2
ডোয়েন ব্র্যাভো খেলেছেন ২৯৪টি ম্যাচ। তিনি আছেন দুইয়ে।
3
মর্কেল ২৮৫টি ম্যাচ খেলে টি-২০তে তিন নম্বরে রয়েছেন।
4
হরভজন সিংহ বুধবার নিজের কেরিয়ারের ২০০-তম ম্যাচটি খেললেন ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।
5
কলকাতা নাইটুরাইডার্সের ইউসুফ পঠান আপাতত ২০২টি ম্যাচ খেলেছেন।
6
২২৪টি টি-২০ ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা
7
ধোনি খেলে ফেলেছেন ২২৯টি টি-২০ ম্যাচ।
8
9