ক্রিকেটারদের বায়োপিকের প্রয়োজন নেই, বিস্ফোরক গম্ভীর
ক্যান্সার জয় করা যুবরাজ সিংহের জীবন অবলম্বনেও ছবি তৈরি করার দাবি জানাচ্ছেন অনেকে।
ধোনির পাশাপাশি সচিন তেন্ডুলকরেরও বায়োপিক তৈরি হচ্ছে। এ বছরই সেই ছবি মুক্তি পাওয়ার কথা।
ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি নিউজিল্যান্ড সিরিজের দলে শিখর ধবনকে রাখার জন্য নির্বাচকদের উপর চাপ সৃষ্টি করেছিলেন বলে খবর। মনে করা হচ্ছে, ট্যুইটারে নাম না করে কোহলিকে আক্রমণ করেছেন গম্ভীর।
সম্প্রতি নানা কারণে খবরের শিরোনামে রয়েছেন গম্ভীর। মাঠে যেমন ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন, তেমনই মাঠের বাইরেও তাঁর মন্তব্য নিয়ে আলোচনা চলছে।
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর বরাবরই স্পষ্ট কথা বলেন। এর জন্য তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে নিজের মতামত প্রকাশ করতে পিছপা হন না গম্ভীর।
কিন্তু গম্ভীর কোনও ক্রিকেটারের জীবন অবলম্বনেই ছবি দেখতে চান না।
দু সপ্তাহ পরেই মুক্তি পেতে চলেছে ধোনির বায়োপিক। তার আগে গম্ভীরের এই ট্যুইট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের সংক্ষিপ্ত ওভারের ফর্ম্যাটের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক মুক্তির আগে এ বিষয়েও নিজের মতামত প্রকাশ করেছেন গম্ভীর।
কারও নাম না করলেও, ক্রিকেট মহলের খবর, ধোনির বায়োপিকেরই সমালোচনা করেছেন গম্ভীর।
ট্যুইট করে গম্ভীর বলেছেন, তিনি ক্রিকেটারদের বায়োপিকে বিশ্বাস করেন না। তাঁর মতে, ক্রিকেটারদের চেয়ে অন্য ক্ষেত্রের অনেক মানুষের দেশের প্রতি অবদান অনেক বেশি। তাই ক্রিকেটারদের বদলে তাঁদের বায়োপিক হওয়া উচিত।
জাতীয় দলে সুযোগ না পাওয়ার পরেও ট্যুইটে হতাশা প্রকাশ করেন গম্ভীর।