ম্যাক্সওয়েল-ঝড়ে টি-২০-তে বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার
কিন্তু জয়ের লক্ষ্য থেকে অনেকটা দুরেই থেমে যেতে হয় শ্রীলঙ্কাকে। এই ম্যাচে জয়ের ফলে সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া
শেষের দিকে চমারা কাপুগেদারা ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই ছিল নড়বড়ে। অধিনায়ক দীনেশ চান্ডিমল (৫৮) কিছুটা চেষ্টা করেন। কিন্তু অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ রানের সামনে ওই প্রচেষ্টা যথেষ্ট ছিল না।
এরআগে শ্রীলঙ্কার দখলে ছিল আন্তর্জাতিক টি-২০-তে সর্বোচ্চ রানের রেকর্ড।
গেইল ৬৬ বলে ১৭ ছক্কা ও ১৩ চারের সাহায্যে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন।
২০১৩-র ষষ্ঠ আইপিএলে আরসিবি পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই রেকর্ড রান তুলেছিল। পালেক্কেলে অপরাজিত ১৪৫ রানের অবিশ্বাস্য একটা ইনিংস খেললেন ম্যাক্সওয়েল। মাত্র ৬৫ বলে, ১৪টা বাউন্ডারি এবং ন’টা ছয় মেরে। স্ট্রাইক রেট— ২২৩.০৭! যদিও আরসিবি-র ক্রিস গেইলের ইনিংস আরও বিধ্বংসী ছিল।
টি-২০ তে শ্রীলঙ্কার গড়া সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিল অসি ব্রিগেড। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৭-এ কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা ৬ উইকেটে ২৬০ রান তুলেছিল। একইসঙ্গে অস্ট্রেলিয়া ২০১৩-তে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২৬৩ রানের ইনিংসও ছুঁয়ে ফেলল।
পাল্লাকেলে সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোরের বিশ্বরেকর্ড করল অস্ট্রেলিয়া।
সিরিজের প্রথম টি-২০ ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা। ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া গড়ল ২৬৩ রানের বিশাল ইনিংস।