প্রবল তুষারপাতে শ্বেতশুভ্র কাশ্মীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jan 2017 06:46 PM (IST)
1
জম্মুর সর্বনিম্ন ছিল ৭.৩ ডিগ্রি, কটরা ৩.৮ ডিগ্রি।
2
নতুন করে বৃষ্টি ও তুষারপাতের জেরে সোমবার শৈত্যপ্রবাহের প্রকোপ কিছুটা কমল জম্মু ও কাশ্মীরে। তবে প্রায় সাড়ে সাত সেন্টিমিটার পুরু বরফের আস্তরণে ঢেকে গিয়েছে উপত্যকার অধিকাংশ এলাকা।
3
গুলমার্গে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস। পহলগামে ছিল মাইনাস ৩.২।
4
আবহাওয়া দফতরের পূর্বাভাস, জম্মু ও কাশ্মীরের অধিকাংশ এলাকায় মঙ্গলবারও হাল্কা বৃষ্টি তুষারপাত হতে পারে। জানা গিয়েছে, গুলমার্গের বিখ্যাত স্কি রিসর্টে ৫৩ সেন্টিমিটার বরফ পড়েছে।
5
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, আকাশে ঘন মেঘ থাকার ফলে, সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। সোমবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় হিমাঙ্কের চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস নীচে।