প্রবল তুষারপাতে শ্বেতশুভ্র কাশ্মীর
জম্মুর সর্বনিম্ন ছিল ৭.৩ ডিগ্রি, কটরা ৩.৮ ডিগ্রি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন করে বৃষ্টি ও তুষারপাতের জেরে সোমবার শৈত্যপ্রবাহের প্রকোপ কিছুটা কমল জম্মু ও কাশ্মীরে। তবে প্রায় সাড়ে সাত সেন্টিমিটার পুরু বরফের আস্তরণে ঢেকে গিয়েছে উপত্যকার অধিকাংশ এলাকা।
গুলমার্গে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস। পহলগামে ছিল মাইনাস ৩.২।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, জম্মু ও কাশ্মীরের অধিকাংশ এলাকায় মঙ্গলবারও হাল্কা বৃষ্টি তুষারপাত হতে পারে। জানা গিয়েছে, গুলমার্গের বিখ্যাত স্কি রিসর্টে ৫৩ সেন্টিমিটার বরফ পড়েছে।
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, আকাশে ঘন মেঘ থাকার ফলে, সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। সোমবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় হিমাঙ্কের চেয়ে ০.৯ ডিগ্রি সেলসিয়াস নীচে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -