গোয়ায় পর্যটকদের জন্য চালু হল নয়া নিয়ম, যাওয়ার আগে অবশ্যই জেনে নিন
প্রতি বছর ৬০ লাখেরও বেশি পর্যটক আসেন গোয়ার সমুদ্রতীরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুটি পৃথক ঘটনায় ১৭ তারিখ গোয়ায় সেলফি তুলতে গিয়ে মারা গিয়েছেন তামিলনাড়ুর ২ পর্যটক।
এছাড়া পতাকায় চিত্র নির্দেশ, আপদকালীন নিঃশুল্ক ফোন নম্বর ও ‘কী করা উচিত’ আর ‘কী করা উচিত নয়’ সংক্রান্ত নির্দেশ লেখা হচ্ছে।
দক্ষিণ গোয়ার এগোন্ডা, বোগমালো, হোলেন্ট, বাইনা, জাপানা গার্ডেন, বেতুল, কনগিনিম, পালোলেম, খোলা, কাবো ডে রামা, গল্গীবাগ, তালপোনা ও রাগবাগ সমুদ্রতটেও তোলা যাবে সেলফি।
তবে ২৪টি এলাকা চিহ্নিত হয়েছে সেলফি জোন হিসেবে। এগুলির মধ্যে রয়েছে উত্তর গোয়ার বাগা নদী, ডোনা পওলা জেটি, সিঙ্কেরিং দুর্গ, অঞ্জনা, বাগাটর, মোর্জিম, অশ্বেম, অরমবোল, কেরিম, বাংবোসিল আর সিরিদাও সমুদ্রতট।
পিছল ও পাথর বোঝাই এলাকায় ছবি তুলতে গিয়ে আকছার দুর্ঘটনা ঘটে।
এর ফলে সমুদ্রতটে দুর্ঘটনার সংখ্যা কমবে বলে তাদের আশা।
গোয়ার সমুদ্রে দুর্ঘটনা ও অন্যান্য ঘটনার জেরে বিখ্যাত সমুদ্রতটগুলিকে নো সেলফি জোন ঘোষণা করেছে রাজ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -