সকলের উচিত সামরিক বাহিনীকে সম্মান করা, ’৭১-এর বীর শহিদদের শ্রদ্ধা জানিয়ে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়
রাজ্যপাল বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধের ৫০ বর্ষপূর্তি হতে চলেছে ২০২১ সালে। সামরিক বাহিনীর জন্য সকলের শ্রদ্ধাশীল হওয়া উচিত। তাঁরা জীবনের সেরাটা দেন দেশের জন্য। আমি সামরিক বাহিনীকে স্যালুট করছি।’
পরে, ভিজিটর্স বুকে নিজের অনুভূতির কথা উল্লেখ করেন রাজ্যপাল।
রাজ্যপাল বলেন, ‘ওঁদের সাহসিকতা ও চরম বলিদানের জন্যই আজ দেশ হিসেবে আমরা এই উচ্চতায় পৌঁছেছি।’
পাশাপাশি, তিনি বিভিন্ন যুদ্ধে শহিদ হওয়া বীর সেনানীদের নাম খোদাই করা দেওয়াল ঘুরে দেখেন।
তাঁকে সঙ্গ দেন পূর্বাঞ্চলের সামরিক কমান্ডার জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।
এদিন সকালে সেনার পূর্বাঞ্চলীয় সদর ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারককে পুষ্পস্তবক রেখে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানান।
রাজ্যপাল বলেন, ‘ওঁরা বলিদান দিয়েছেন আমাদের কল্যাণ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের একতার জন্য।’
এদিন রাজ্যপাল বলেন, ‘যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়ায় আমি সেনা কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। নিজেকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত মনে হচ্ছে।’
‘রাজ্যপাল বলেন, ১৯৯৬ সালে এই ওয়ার মেমোরিয়াল শুরু হয়েছে। এই ওয়ার মেমোরিয়াল হল সেই বীর সেনানিদের সাহসিকতার প্রমাণ যাঁরা দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিয়েছেন।’
বৃহস্পতিবার বীর শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।