এনসিসি কৃতীদের পুরস্কার প্রদান করলেন রাজ্যপাল
অ্যাডভেঞ্চারে (প্যারা জাম্প, সেলিং ও শ্যুটিং) বিশেষ কৃতিত্বের জন্য কলকাতার ১৫, কল্যাণীর ৫, দার্জিলিঙের ১১, বর্ধমানের ৯ এবং খড়্গপুরের ৩ ক্যাডেটও মেডেল পান।
এবার পশ্চিমবঙ্গ ও সিকিম ডিরেক্টরেট থেকে ১০৮ জন ক্যাডেট দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেন। এর মধ্যে এদিন মোট ৫৫ জনকে পুরস্কৃত করা হয়।
এই প্রসঙ্গে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, এনসিসি-র ফলে ক্যাডেটদের মধ্যে নিয়মনিষ্ঠা ও দেশাত্মবোধ জাগে। এটা জীবনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এনসিসি-র এডিজি মেজর জেনারেল এল বি চাঁদ বলেন, প্রত্যেক ক্যাডেটই নিয়মানুবর্তিতা, বুদ্ধি ও চরিত্রের পরিচয় রেখেছে।
দার্জিলিঙের তিন ক্যাডেট -- তৃশালা গুরুং, সুলক্ষণা তামাং এবং রীমা গুরুংকে সাহস ও বীরত্বের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে তৃশালা ও সুলক্ষণা গত বছর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।
অন্যান্য কৃতীরা হলেন দার্জিলিঙের সুদীপ সোনার, কেনি সিংহ, সিদ্ধান্ত তামাং ও স্বরাজ গাজমের এবং কলকাতা থেকে তামান্না সুলতান, স্যমুয়েল নাইতে, সমৃদ্ধি গুহ ও রশ্মিতা দাশগুপ্ত।
কৃতীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কলকাতার ঋতিক কুমার জানা। দেশের মধ্যে সেরা বায়ুসেনা ক্যাডেট নির্বাচিত হন তিনি।