জিএসটি বিল: দাম কমছে, দাম বাড়ছে..
বিমান ও ট্রেনের টিকিটের দামও বেড়ে যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোবাইল ফোন ও মোবাইল কলও মহার্ঘ হতে পারে।
সিগারেটের দাম বাড়বে।
ওষুধ, বস্ত্র ও ব্র্যান্ডেড জুয়েলারির দাম বাড়তে পারে।
লজিস্টিকসও সস্তা হতে পারে। জিএসটি চালু হলে কোম্পানিগুলির পক্ষে আঞ্চলিক গুদাম খোলা সহজ হবে।
সিনেমার টিকিটের দামও কমতে পারে
ফ্যান, আলো, ওয়াটার হিটার, এয়ার কুলারের মতো পণ্যের দাম কমতে পারে।
রঙ ও সিমেন্টের দামও কমতে পারে।
ছোট গাড়ি, বাইক এবং এসইউভি-র দাম কমতে পারে।
প্রায় এক দশক ধরে বকেয়া থাকা জিএসটি চালু হলে বিভিন্ন ক্ষেত্রে তার সমান প্রভাব পড়বে না। অধিকাংশ উত্পাদিত পণ্যের দাম কমবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে জিএসটি-র আওতায় পরিষেবার দাম বৃদ্ধি পেতে পারে।যদিও ২০১৭-র এপ্রিল থেকে জিএসটি চালুর সম্ভাবনা খুব কম বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
কর কাঠামোর ক্ষেত্রে ‘এক দেশ, এক কর’, কিংবা ‘এক দেশ, এক বাজার’- নীতি অনুসারে যে জিএসটি ব্যবস্থা চালু হতে চলেছে, তা কালো টাকার রমরমা আটকাতে ফলপ্রসু হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে করকাঠামো শক্তিশালী হবে বলেও দাবি করা হচ্ছে।
সাধারণ পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালুর জন্য সংবিধান সংশোধনী বিল গত বছর মে মাসে লোকসভায় পাশ হয়েছিল। গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত গড়ে তুলে সেটি রাজ্যসভায় পাশ করাতে সক্ষম হল কেন্দ্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -