নেটে টানা ৫১ ঘণ্টা ব্যাট করে রেকর্ড রোয়ান্ডার অধিনায়কের। দেখুন সেই রেকর্ডের ছবি
ইতিমধ্যেই প্রচুর অর্থ উঠে এসেছে। তবে তা যথেষ্ট নয়। এরিক স্টেডিয়াম তৈরির জন্য আরও অর্থ চাইছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন রেকর্ড গড়ার কাজে দেশের প্রেসিডেন্ট পল কাগামেকে পাশে চেয়েছিলেন এরিক। তিনি ট্যুইট করে প্রেসিডেন্টকে নেটে হাজির হয়ে কয়েকটি বল করার অনুরোধ করেন। কিন্তু প্রেসিডেন্ট সেই অনুরোধে সাড়া দেননি।
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অবশ্য এরিকের পাশে ছিলেন। তিনি বলও করেন।
ব্রিটেনের দুই ব্যাটসম্যান ডেভ নিউম্যান ও রিচার্ড ওয়েলশ নেটে একটানা ৪৮ ঘণ্টা ব্যাট করে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙেছিলেন বিরাগ।
টানা ব্যাটিং করার ফাঁকে শুধু খাওয়া এবং শারীরিক পরীক্ষার জন্য বিরতি নেন এরিক। এছাড়া তাঁর ব্যাটিং থামেনি।
রোয়ান্ডায় কোনও ক্রিকেট স্টেডিয়াম নেই। স্টেডিয়াম তৈরির অর্থ সংগ্রহ করার জন্যই এই উদ্যোগ নেন সেদেশের জাতীয় দলের অধিনায়ক এরিক দুসিঙ্গিজিমানা। তিনি গিনেস বুকে নাম তুলে ফেলেছেন।
এর আগে নেটে সবচেয়ে বেশি সময় ধরে টানা ব্যাট করার রেকর্ড ছিল ভারতের বিরাগ মারের। তিনি টানা ৫০ ঘণ্টা ব্যাট করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন এরিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -