বিয়ের অনুষ্ঠান থেকে শোভাযাত্রা নিয়ে গিয়ে পুলওয়ামা শহিদদের পরিবারবর্গকে অর্থসাহায্য করলেন গুজরাতের এই নবদম্পতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Feb 2019 11:10 AM (IST)
1
১৪ তারিখ পুলওয়ামায় আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। অনেকে লড়ছেন মৃত্যুর সঙ্গে। (সব ছবি: এএনআই)
2
যাত্রার শুরুতে প্রথমে পালন করা হয় ২ মিনিটের নীরবতা। তারপর বাজানো হয় শুধু দেশাত্মবোধক সঙ্গীত।
3
শহিদদের উদ্দেশে ব্যানার ছিল নবদম্পতিও অন্যান্যদের হাতে।
4
বিয়ের ঠিক আগে ভডোদরায় একটি শোভাযাত্রা বার করেন তাঁরা। সকলে মিলে গিয়ে শহিদ জওয়ানদের জন্য ফান্ডে অর্থসাহায্য করেন।
5
গুজরাতের এই নবদম্পতি বিয়ের অনুষ্ঠান চলাকালীনই অর্থসাহায্য করলেন পুলওয়ামা হামলায় শহিদ ৪০ সিআরপিএফ জওয়ানের পরিবারকে।