রাম রহিমের সমর্থকদের ধর্মান্তরিত হওয়ার হুমকি
এই পরিস্থিতিতে ডেরা সমর্থকদের একাংশ ধর্ষক স্বঘোষিত ধর্মগুরুকে বাঁচানোর চেষ্টা করেই যাচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাম রহিমের বিরুদ্ধে এক সাংবাদিককে হত্যা সহ আরও কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। ওই মামলাগুলির রায় এখনও বকেয়া।
রাম রহিমকে আদালতে দোষী সাব্যস্ত করার দিন হরিয়ানায় তার সমর্থকরা তাণ্ডব শুরু করে।
সম্প্রতি রাম রহিমের তথাকথিত দত্তক কন্যা হনিপ্রীতকে পুলিশ গ্রেফতার করেছে। ২ শিষ্যাকে ধর্ষণের অপরাধে গত ২৮ আগস্ট আদালত রাম রহিমের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
সন্দীপের দাবি, ডেরার অনুগামীদের অনেকেই তার মতের সঙ্গে সহমত।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও দেখা গিয়েছে। ওই ভিডিওতে ডেরার মুখপাত্র সন্দীপ মিশ্রকে বলতে শোনা গিয়েছে, আমাদের আস্থা-বিশ্বাসের ওপরই হামলা হয়েছে। তাই ধর্ম পরিবর্তন করব না কেন।
ডেরা সাচা সৌদার অনুগামীদের একাংশ রাম রহিমের সাজার পর থেকেই দারুন ক্ষিপ্ত হয়ে রয়েছে। তাদের দাবি, রাম রহিম নির্দোষ। হিন্দু হওয়ার জন্যই তাকে জেলে যেতে হয়েছে।
ধর্ষক স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের অপকর্ম থেকে নজর ঘোরাতে সক্রিয় তার সাঙ্গোপাঙ্গ ও অনুগামীদের একাংশ। এবার তাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হল যে, তারা দলে দলে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -