ছিপছিপে শরীরে অ্যাপস, স্কিনফিট কমলা পোশাকে জাহ্নবী, দেখুন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2019 04:57 PM (IST)
1
ছবি সৌজন্যে মানব মঙ্গলানি।
2
অন্যদিকে শাহিদে পরনে ছিল ছাই রঙের টি-শার্ট এবং লোয়ার। পায়ে ছিল সাদা স্নিকার্স।
3
জিমে যেতে দেখা গিয়েছে শাহিদ কপূর এবং তাঁর স্ত্রী মীরা রাজপুতকেও। স্পোর্টসফিট পোশাক এবং পায়ে স্নিকার্স, এভাবেই দেখা যায় মীরাকে।
4
এদিন কমলা রঙের স্কিনফিট পোশাকে দেখা যায় জাহ্নবী কপূরকে।
5
শ্রীদেবী কন্যাকে আজকাল প্রায়ই জিমে যেতে দেখা যাচ্ছে। এদিনও জিম থেকে ফেরার পথে পাপরাৎজিদের ক্যামেরাবন্দি হলেন জাহ্নবী।
6
ফিটনেসে জোর, রুটিন মতো জিমে যাচ্ছেন বলিউডের তরুণ তুর্কি জাহ্নবী কপূর।