হনুমান বিশ্বের প্রথম উপজাতির মানুষ ছিলেন, দাবি রাজস্থানের বিজেপি বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2018 08:06 PM (IST)
1
এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন জ্ঞানদেব। তিনি ২০১৬-র ফেব্রুয়ারিতে দাবি করেছিলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে প্রতিদিন ৩,০০০ কন্ডোম ও ২,০০০ মদের বোতল পাওয়া যায়। গত ডিসেম্বরে তিনি বলেন, যারা গরু পাচার এবং গোহত্যার সঙ্গে যুক্ত, তাদেরও একইভাবে মারা উচিত
2
জ্ঞানদেব আরও বলেছেন, দলীয় সাংসদ কিরোরীলাল মীনাকে তিনি বলেছেন, নিজেকে উপজাতির মানুষ বলে দাবি করার পরেও হনুমানের প্রতি শ্রদ্ধা না থাকায় তাঁর লজ্জিত হওয়া উচিত। উপজাতিদের প্রথম দেবতা হনুমান
3
এই বিজেপি বিধায়কের আরও দাবি, আদিবাসীদের নিয়ে একটি সেনাবাহিনী তৈরি করেছিলেন হনুমান। সেই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিলেন রাম
4
রামায়নের অন্যতম প্রধান চরিত্র হনুমান বিশ্বের প্রথম উপজাতির মানুষ ছিলেন। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন রাজস্থানের আলোয়ারের বিজেপি বিধায়ক জ্ঞানদেব আহুজা