শুভ জন্মদিন অজয় দেবগণ- জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য
অজয়ের ৬ সিটার ব্যক্তিগত জাহাজ রয়েছে। সঞ্জয় দত্ত ও সলমন খানকে তিনি বলিউডে তাঁর সবথেকে ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছেন।
করণ অর্জুন ছবিতে সলমন খানের চরিত্রটি প্রথমে অফার করা হয় অজয়কে। কিন্তু তিনি রাজি হননি। এছাড়া ডর-এ শাহরুখ খানের চরিত্রও তাঁর কাছে আগে আসে। তখনও মানা করে দেন তিনি।
করণ অর্জুন ছবিতে সলমন খানের চরিত্রটি প্রথমে অফার করা হয় অজয়কে। কিন্তু তিনি রাজি হননি। এছাড়া ডর-এ শাহরুখ খানের চরিত্রও তাঁর কাছে আগে আসে। তখনও মানা করে দেন তিনি।
দিলীপ কুমারের সঙ্গে ছবি করতে চান অজয়। দিলীপের সঙ্গে দেখা করে এ ব্যাপারে কথাও বলেন তিনি। কিন্তু এখনও তাঁর এই ইচ্ছা পূর্ণ হয়নি।
অজয় অপছন্দ করেন সাক্ষাৎকার দিতে, নাচ ও পার্টি করতে। বাচ্চাদের সঙ্গে খেলাধুলো, বাইক চালানো তাঁর বেজায় পছন্দের।
তাঁর আসল নাম বিশাল দেবগণ, নিজে নাম পাল্টে করেন অজয়। বাড়ির লোক তাঁকে ডাকেন রাজু বলে।
তাঁর আসল নাম বিশাল দেবগণ, নিজে নাম পাল্টে করেন অজয়। বাড়ির লোক তাঁকে ডাকেন রাজু বলে।
নানা ধরনের চরিত্র করতে অভ্যস্ত অজয়। অ্যাকশন থেকে কমেডি- সবেতেই তিনি স্বচ্ছন্দ। জখম ও দ্য লেজেন্ড অফ ভগত সিংহ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। আবার দিওয়ানগি-তে ভিলেনের ভূমিকায় অভিনয় করে পেয়েছেন ফিল্মফেয়ার। ২০১৬-য় সম্মানিত হয়েছেন পদ্মশ্রী-তে।
১৯৯১-এ ফুল অউর কাঁটে ছবি দিয়ে বলিউডে আসেন অজয়। ছবিটি সুপারহিট হয়, সেরা নবাগতর ফিল্পফেয়ার পুরস্কার পান তিনি। জিগর, দিলওয়ালে, সুহাগ, নাজায়েজ, সিংহম, দৃশ্যম, গোলমাল, গোলমাল রিটার্নস-এর মত বহু ছবি করেছেন তিনি।
আজ বলিউডের ‘সিংহম’ অজয় দেবগণের জন্মদিন। ৪৯-এ পা দিলেন তিনি।