শুভ জন্মদিন দীপিকা! মডেলিংয়ে পা রাখা থেকে আজকের ১ নম্বর নায়িকা- দেখুন কতটা বদলেছেন তিনি
২০১৫-য় পিকু ছবিতে অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় সর্বজনপ্রশংসিত হয়। ইরফান খানও ছিলেন ছবিটিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন দীপিকা তাঁর আগামী ছবি পদ্মাবতী মুক্তির অপেক্ষায়। তিনি রয়েছেন রানি পদ্মিনীর ভূমিকায়। ছবিটি মুক্তির আগেই যথেষ্ট বিতর্কের কারণ হয়েছে।
গত বছর হলিউডেও পা রেখেছেন দীপিকা, তাঁকে দেখা গিয়েছে ভিন ডিজেলের বিপরীতে ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ নামের ছবিতে। তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে এই ছবিতেও।
চেন্নাই এক্সপ্রেস শাহরুখের সঙ্গে তাঁর দ্বিতীয় ছবি। সুপারহিট এই ছবিতে আলাদাভাবে চোখে পড়েন তিনি।
ককটেল ছবিতেও প্রশংসা পায় তাঁর অভিনয়।
২০১১-য় প্রকাশ ঝার ছবি আরক্ষণে ছাত্রীর ভূমিকায় অভিনয় করেন দীপিকা। তাঁর অভিনয় প্রশংসিত হয়।
২০১০-এ খেলে হাম জি জান সে-তে তিনি করেন বিপ্লবী কল্পনা দত্তের চরিত্র।
২০০৯-এ তিনি কাজ করেন চাঁদনি চক টু চায়না-য়, অক্ষয় কুমারের বিপরীতে দ্বৈত চরিত্রে।
পরিচালক ফারহা খান তাঁর ওম শান্তি ওম ছবিতে দীপিকাকে বলিউডে সুযোগ দেন। তিনি অভিনয় করেন সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে। ছবিটি ব্লকবাস্টার হিট হয়।
২০০৬-এই তেরা সুরুর অ্যালবামে হিমেশ রেশমিয়ার সঙ্গে দেখা যায় নাম হ্যায় তেরা গানে। এই গান তাঁকে অনেকটা পরিচিতি দেয়। কিন্তু তাঁর আসল ব্রেক মেলে ২০০৭-এ।
২০০৬ সালে কন্নড় ছবি ঐশ্বর্যায় অভিনেতা উপেন্দ্রর বিপরীতে অভিনয় করেন তিনি। এটিই তাঁর প্রথম ছবি।
ক্লোজআপ, লিরিল ও লিমকার বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে।
দীপিকা তখন কিংফিশারের ক্যালেন্ডার গার্ল। ২০০৬-এ তিনি খেতাব পান ফিমেল মডেল অফ দ্য ইয়ার ও ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার।
দেখুন মডেলিংয়ের শুরুর দিকে দীপিকাকে। এই শোয়ের শো স্টপার ছিলেন ফারদিন খান। একেবারে শেষের সারিতে দীপিকা।
১৯৮৬-র ৫ জানুয়ারি দীপিকার জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। ১১ বছর বয়সে বাবা মার সঙ্গে চলে আসেন বেঙ্গালুরুতে। স্কুলে পড়ার সময় জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন অল ইংল্যান্ড জয়ী প্রকাশ পাড়ুকোনের বড় মেয়ে। কিন্তু পরে ঝুঁকে পড়েন মডেলিংয়ে। ২০০৫-এর ২১ এপ্রিল প্রথম মার্জার সরণিতে পা রাখা। প্রথম কাজ সুনীত বর্মা নামে এক ডিজাইনারের সঙ্গে।
আজ ৩২-এ পা দিলেন দীপিকা পাড়ুকোন। জন্মদিন সেলিব্রেট করতে বয়ফ্রেন্ড রণবীর সিংহের সঙ্গে এখন তিনি শ্রীলঙ্কায়। গ্ল্যামার দুনিয়ায় তাঁর পা রাখা মডেলিংয়ের সুবাদে। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার পর শাহরুখ খানের হাত ধরে বলিউডে নাম লেখানো। আজ আর দীপিকা বলিউডের সবথেকে দামী অভিনেত্রী। সব পরিচালক তাঁর সঙ্গে কাজ করতে উন্মুখ। চলুন, দীপিকার এই সফরের সঙ্গী হওয়া যাক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -