শুভ জন্মদিন প্রিয়ঙ্কা, ৩৭-এ পা দিলেন দেশি গার্ল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jul 2019 09:36 AM (IST)
1
সব ছবি: ইনস্টাগ্রাম
2
3
4
5
6
7
8
দেখুন প্রিয়ঙ্কা ও তাঁর জীবনসঙ্গীর আরও ছবি।
9
তার আগে থেকেই তাঁদের প্রেমকাহিনী শুরু। তবে সেই প্রথম এক সঙ্গে দেখা যায় তাঁদের।
10
২০১৭-র মেট গালা লাল কার্পেটে এক সঙ্গে দেখা যায় তাঁদের।
11
তাঁদের নাকি প্রথম দেখা মার্কিন টিভি সিরিয়াল কোয়ান্টিকো-র সেটে। ওই সিরিয়ালে প্রিয়ঙ্কা মুখ্য ভূমিকায় ছিলেন।
12
গত বছর ডিসেম্বরে রাজস্থানে বিয়ে করেছেন তাঁরা।
13
তাঁর বিয়ে নিয়েও আন্তর্জাতিক মিডিয়ায় দেখার মত চর্চা হয়েছে। প্রিয়ঙ্কা বিয়ে করেছেন তাঁর থেকে ১০ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে।
14
২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়ে বলিউডে পা রাখেন প্রিয়ঙ্কা। আর এখন তিনি রীতিমত জনপ্রিয় আন্তর্জাতিক সেলিব্রিটি।
15
৩৭-এ পড়লেন প্রিয়ঙ্কা চোপড়া। উত্তর প্রদেশের এক ছোট্ট শহরের মেয়ে নিজেকে তুলে ধরেছেন গোটা বিশ্বে।