৩৪-এ পড়েছেন রাধিকা আপ্তে, দেখুন তাঁর ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2019 08:55 AM (IST)
1
ছবি: ইনস্টাগ্রাম
2
ছবি: ইনস্টাগ্রাম
3
4
গত বছর তাঁকে দেখা গিয়েছে অন্ধাধুন ছবিতে। ছবিটি জাতীয় পুরস্কার পায়।
5
প্যাডম্যান, বদলাপুর, হান্টার, বাজার, মাঝি: দ্য মাউন্টেন ম্যান সহ বেশ কিছু ছবিতে তাঁকে দেখা গিয়েছে।
6
নাচেরও প্রশিক্ষণ রয়েছে তাঁর। কত্থক শিখতে যান লন্ডনে।
7
পাশাপাশি তিনি থিয়েটার কর্মীও। ২০০৫ সালের ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি তাঁর প্রথম বলিউড ছবি। শাহিদ কপূরের বোনের চরিত্রে ছিলেন তিনি।
8
রাধিকার আর একটি পরিচয় হল তাঁর খোলামেলা চরিত্র। সব বিষয়ে সোজাসাপ্টা মতামত দেন তিনি। সে জন্য ট্রোলডও হন।
9
রাধিকার জন্মদিন তামিলনাড়ুর ভেলোরে। বাবা চিকিৎসক, পুনের বিখ্যাত নিউরোসার্জন। হিন্দি ছবির পাশাপাশি রাধিকা বাংলা, মালয়ালম, মরাঠি ও তামিল ছবি করেছেন।
10
ওয়েব সিরিজই হোক বা অন্যরকম সিনেমা- রাধিকা আপ্তে সব জায়গাতেই অপরিহার্য। দু’দিন আগে তিনি পা দিয়েছেন ৩৪ বছরে।