জন্মদিনে ঋষি কপূর, জানুন তাঁর সম্পর্কে বহু অজানা তথ্য
রাজ কপূরের ছেলে এবং পৃথ্বীরাজ কপূরের নাতি ঋষি। ১৯৫২ সালে মুম্বইয়ের চেম্বুরে জন্ম ঋষির।
প্রসঙ্গত, স্ত্রী নীতু সিংহকে বিয়ের আগে ডিম্পল কপাডিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন ঋষি।
বলিউডি ছবিতে নায়ক থেকে খলনায়ক, সবধরনের চরিত্রেই দেখা গিয়েছে ঋষি কপূরকে। আজ তাঁর ৬৫ বছরের জন্মদিন। আজকের দিনে তাঁর সম্পর্কে জেনে নিন কিছু অজানা তথ্য
ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
ঋষিকে বহু লোকই চিন্টু হিসেবে চেনেন।
মায়ের নাম কৃষ্ণারাজ কপূর। রণধীর কপূর এবং রাজীব কপূর হলেন তাঁর অপর দুই আপন ভাই
ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
শুধু অভিনয় নয়, বহু ছবি নির্দেশনাও করেছেন ঋষি।
নীতুকে বিয়ের আগে পাঁচ বছর তাঁরা প্রেম করেছিলেন। যদিও ১৯৭৩ সালে ববি ছবিতে অভিনয়ের সময় ডিম্পলের সঙ্গে ঋষির ঘনিষ্ঠতা বাড়ে।
একসময় ইন্ডাস্ট্রির চকোলেট বয় হিসেবেই বেশি পরিচিতি ছিল ঋষি কপূরের। সঙ্গে চর্চায় ছিল তাঁর ব্যক্তিগত রঙিন জীবন