পুলিশি ‘অত্যাচার’: ট্যুইটারে মোদীকে ট্যাগ করলেন হরভজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2016 06:55 PM (IST)
1
2
ভাজ্জি লিখেছেন, মহিলাটি যে দোষই করে থাকুন না কেন, কখনই তাঁকে এভাবে মারা উচিত নয়। একজন পুলিশকর্মী জানবেন না, তাঁর দায়িত্ব কতখানি!
3
মোদীকে ট্যাগ করে তিনি মন্তব্য করেছেন, পুলিশের এমন দুর্বিনীত আচরণ সহ্য করা উচিত নয়।
4
5
ভারতীয় ক্রিকেট দলের তারকা হরভজন সিংহ তাঁর আবেগপ্রবণতার জন্য পরিচিত। সম্প্রতি খেলার মাঠের বাইরেও নিজের সেই চারিত্রিক বৈশিষ্ঠ্যের প্রমাণ দিলেন তিনি।