নাতাশা সঙ্গে রয়েছেন! লকডাউনে কী করছেন হার্দিক পাণ্ড্য? দেখুন
লকডাউনে বান্ধবীর সঙ্গে চুটিয়ে রোম্যান্স করছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব ছবি- নাতাশা ও হার্দিকের ইনস্টাগ্রাম
নাতাশা হার্দিকের এনগেজমেন্টের ছবি।
নাতাশা পেশায় মডেল
সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি শেয়ার করেছেন নাতাশা ও হার্দিক।
বর্তমানে বাড়িতেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ানসের অন্যতম ভরসা
লকডাউনের জেরে থমকে রয়েছে ক্রীড়া দুনিয়া। নাহলে এর আগেই মাঠে নামতেন হার্দিক।
তবে রিহ্যাবের পর মাঠে ফিরতে তৈরি হার্দিক।
পিঠের অস্ত্রোপচারের জন্য বহুদিন মাঠের বাইরে হার্দিক।
নতুন বছরের এনগেজমেন্টের কথা ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিলেন তাঁরা।
সোশ্যাল মিডিয়ায় পরিবার ও বান্ধবীর সঙ্গে প্রচুর ছবি শেয়ার করেছেন হার্দিক।
লকডাউনে নিজের বাড়িতেই রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন বান্ধবী নাতাশা স্ত্যাঙ্কোভিচও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -