মহব্বতেঁ-র নায়িকা কিম শর্মার সঙ্গে প্রেম করছেন বলিউডে নবাগত হর্ষবর্ধন রানে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2018 10:50 AM (IST)
1
2
ক্রিকেটার যুবরাজ সিংহের সঙ্গেও প্রেম করেছেন তিনি।
3
২০১০-এ আলি পুঞ্জানি নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে কেনিয়া চলে যান তিনি। সেই বিয়ে ভেঙে যায়।
4
টম ডিক অ্যান্ড হ্যারি, মানি হ্যায় তো হানি হ্যায় ও নহলে পে দহলা-র মত ছবিতে কাজ করেছেন তিনি। কোনওটাই চলেনি।
5
২০০০ সালে মহব্বতেঁ ছবি দিয়ে বলিউডে পা রাখেন কিম শর্মা।
6
তাঁর ছবি পল্টন আজ মুক্তি পাচ্ছে। ছবির স্ক্রিনিংয়েও ছিলেন কিম।
7
8
ফটোগ্রাফারদের দেখে অস্বস্তিতে পড়েন হর্ষবর্ধন।
9
কিম জড়িয়েছিলেন হর্ষবর্ধনের হাত।
10
মুম্বইয়ের জুহুর এক ক্লিনিকে গিয়েছিলেন তাঁরা। সেখানে কেন গিয়েছিলেন তাঁরা জানা যায়নি।
11
শাহরুখ খান-ঐশ্বর্যা রাই অভিনীত সুপারহিট ছবি মহব্বতেঁ-র অন্যতম অভিনেত্রী কিম শর্মাকে মনে আছে? গতকাল তাঁকে দেখা গেল বলিউডের নবাগত অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে।