এবারের গ্রীষ্মে সুস্থ থাকতে খান নানারকম চাটনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Apr 2017 08:20 PM (IST)
1
স্বাদের পাশাপাশি সুস্বাস্থ্যের কথা ভেবেই এখন থেকে রোজকার খাবারের সঙ্গে যুক্ত করুন চাটনি
2
আমলকির চাটনি- আমলকিতে ভিটামিন সি থাকে। তাই আমলকির চাটনি খেলে উপকার হয়। এর মধ্যে আদা ও লেবু দিলে তো কথাই নেই
3
কোনও অনুষ্ঠানে তো বটেই, বাড়িতেও খাওয়ার শেষে অনেকেই চাটনি খেতে ভালবাসেন। তবে শুধু যে খেতে ভাল তাই নয়, চাটনির অনেক গুণও আছে। এবারের গ্রীষ্মে নিয়মিত চাটনি খেয়ে সুস্থ থাকতে পারেন
4
জায়ফলের চাটনি- জায়ফল শরীরের পক্ষে উপকারী। ফলে জায়ফলের চাটনিও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। জায়ফলের সঙ্গে টম্যাটো, সামান্য কাঁচালঙ্কা ও জিরে মিশিয়ে দিলে যেমন স্বাদ বাড়ে, তেমনই খাদ্যগুণও বাড়ে
5
ধনে-পুদিনার চাটনি- ধনে ও পুদিনায় ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ থাকে। ফলে গ্রীষ্মে ধনে-পুদিনার চাটনি খেলে শরীর সুস্থ থাকে। এর সঙ্গে আদা, রসুন ও পেঁয়াজ মেশালে আরও ভাল হয়