✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

মোবাইল নম্বরের সঙ্গে এখনও আধার যোগ করেননি? : জেনে নিন, কীভাবে করবেন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  13 Mar 2018 03:37 PM (IST)
1

এছাড়াও টেলিকম কোম্পানির স্টোরে গিয়েও রিভেরিফিকেশন করা যায়। এজন্য আধার নিয়ে যেতে হবে এবং স্টোরের এক্সিকিউটিভকে নম্বর বলতে হবে। এর পরে একটি ওটিপি আসবে যা এক্সিকিউটিভকে বলতে হবে এবং বায়োমেট্রিক থাম্ব ইম্প্রেশন দিতে হবে। এভাবে প্রক্রিয়া সম্পূর্ণ বলে গ্রাহক কনফার্মেশন নম্বর পাবেন।

2

এমনিতে এই প্রক্রিয়া অফলাইনেও করা যায়। আধার সেন্টারে একটি কারেকশন ফর্ম পূরণ করতে হবে। এর সঙ্গে আধার, প্যান কার্ড বা ভোটার আইডি-র একটি করে কপি দিতে হবে। এখানে গ্রাহকদের বায়োমেট্রিক ইমপ্রেশন নেওয়া হবে।

3

এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আধার সেন্টার থেকে একটি স্লিপ দেওয়া হবে। এর পর ১০ দিনের মধ্যে মোবাইল নম্বরের সঙ্গে আধারের সংযুক্তি হয়ে যাবে।

4

সরকারের নয়া নির্দেশিকা অনুসারে, প্রত্যেক মোবাইল ফোন গ্রাহককে তাঁদের নম্বর আধারের সঙ্গে যুক্ত করতে হবে। এই সংযোগ প্রক্রিয়া সম্পূর্ণ করার শেষদিন ৩১ মার্চ। ওই দিনের মধ্যে সংযোগ না করা হলে বন্ধ হয়ে যাবে মোবাইল পরিষেবা। এখনও যদি মোবাইল নম্বরের সঙ্গে আধার যোগ না করা হয়ে থাকে, তাহলে জেনে নিন, কীভাবে তা করবেন।

5

আইভিআরের সাহায্যে নম্বরের সংযোগ : আপনার নম্বরের সঙ্গে যদি আধার যোগ হয়ে থাকে, তাহলে রি-ভেরিফাই বাড়িতে বসে করতে পারেন। এজন্য 14546 -তে ফোন করতে হবে। এরপর পছন্দের ভাষা বাছাইের পর আপনার নম্বরে একটি ওটিপি আসবে। এরপর আইভিআরের সাহায্যে গ্রাহকের কাছ থেকে নাম, ঠিকানা, জন্ম তারিখের মতো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট টেলিকম কোম্পানি অনুরোধ করবে। ওটিপি দিয়ে এই তথ্য টেলিকম কোম্পানিকে জানানো যাবে। এই অথেন্টিকেশন প্রক্রিয়া সমাপ্ত হওযার ৪৮ ঘন্টা পরেই কনফার্মেশন মেজেস গ্রাহকের কাছে আসবে।

6

আইভিআরের সাহায্যে সংযোগ রি-ভেরিফাই : আপনি যদি এয়ারটেল, ভোডাফোন ও বিএসএনএলের গ্রাহক হোন, তাহলে নিজের ফোন থেকে 14546 ডায়াল করতে হবে। এরপর কলে যে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) শোনা যাবে তা অনুসরণ করুন।

7

এতদিন মোবাইল নম্বর আধারের সঙ্গে আধারের সংযোগ রি-ভেরিফাই করার জন্য বৈধ স্বীকৃতি প্রাপ্ত অপারেটরের স্টোরে যেতে হত। কিন্তু এখন যদি শুধুমাত্র নিজের নম্বর রি-ভেরিফাই করার থাকে তাহলে তা বাড়িতে বসেই করা যাবে।

8

প্রথমবার আধারের সঙ্গে আধার সংযোগ কীভাবে?- আপনি যদি মোবাইল নম্বরের সঙ্গে আধারের সংযোগ না করেন এবং তা প্রথমবার করতে হয়, তাহলে আপনাকে সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থার নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে। এই প্রক্রিয়ায় গ্রাহকের মোবাইল নম্বরে অথেন্টিকেশনের জন্য একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে।

  • হোম
  • Photos
  • খবর
  • মোবাইল নম্বরের সঙ্গে এখনও আধার যোগ করেননি? : জেনে নিন, কীভাবে করবেন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.