ক্যান্সার, চুল পড়া, মহিলাদের মাসিকজনিত সমস্যা থেকে মুক্তি পেতে রোজ খান কেশর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় কেশর
ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতেও উপকারী কেশর
দুধের সঙ্গে কেশর মিশিয়ে কপালে লাগালে জ্বর, ঠান্ডা লাগা থেকে মুক্তি পাওয়া যায়।
সর্দি-কাশি, ঠান্ডা লাগা থেকে মুক্তি পেতে কেশরের উপকারিতা অপরিসীম।
অসময়ে চুলে পড়ে যাওয়া বা অ্যালোপেসিয়া থেকে মুক্তির জন্যে কেশরের উপকারিতা অপরিসীম। এক গ্লাস দুধ ও যষ্টিমধুর সঙ্গে কেশর মিশিয়ে খেলে, খুব তাড়াতাড়িই চুল পড়া বন্ধ হয়।
এক গ্লাস দুধে এক চিমটে কেশর ফেলে দিয়ে খেলে বয়ঃসন্ধির সময় মেয়েদের না না সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
কেশরে একধরনের জিনিষ আছে, নাম ক্রোসিন, বার্ধ্যকজনিত নানা সমস্যায় খুব উপকারী। জাপানে কেশর ব্যবহার করা হয় পার্কিনসন্স, স্মৃতিশক্তি হ্রাস হওয়ার মতো রোগ নিয়ন্ত্রণ করতে।
ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কেশর
ঘামের গন্ধ দূর করতে, অ্যাসিডিটি থেকে বাঁচতে এবং মহিলাদের মাসিকজনিত সমস্যায় মারাত্মক উপকারী এই কেশর
কেশর মূলত বিশ্বের সবচেয়ে দামি মশলার অন্যতম। এইমুহূর্তে ইরান, গ্রিস, মরোক্ক, স্পেন, ভারতের কাশ্মীর এবং ইতালিতে উৎপন্ন করা হয় কেশর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -