মুম্বইয়ে প্রবল বৃষ্টি, জলমগ্ন রাস্তা, রেললাইন, সমস্যায় মানুষ
বৃহন্মুম্বই পুরসভার পক্ষ থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ছবি সৌজন্যে এএনআই
জলদুর্গত মানুষের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হল ১৯১৬। ছবি সৌজন্যে এএনআই
মুম্বইয়ের অধিকাংশ অঞ্চলেই বৃষ্টির ফলে রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন স্কুল বন্ধ রাখা হয়। ছবি সৌজন্যে এএনআই
আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বৃষ্টির বিষয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ছবি সৌজন্যে এএনআই
হারবার লাইন, সেন্ট্রাল লাইন, ওয়েস্টার্ন লাইনে দেরিতে ট্রেন চলছে। ছবি সৌজন্যে এএনআই
রেললাইনে জল জমে যাওয়ার ফলে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়। ছবি সৌজন্যে এএনআই
রাস্তায় জল জমে যাওয়ার ফলে অসংখ্য মানুষকে সমস্যায় পড়তে হয়। ছবি সৌজন্যে এএনআই
আজ ফের প্রবল বর্ষণে জলের তলায় চলে গেল মুম্বইয়ের বেশিরভাগ অংশের রাস্তা এবং রেললাইন। বিভিন্ন জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ছবি সৌজন্যে পিটিআই