দু বছর পর হিমাচলে প্রবল তুষারপাত, বরফের চাদরে কাশ্মীরও
গুলমার্গের তাপমাত্রা সবচেয়ে কম। এখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি ছুঁয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রবল তুষারপাতের কবলে কাশ্মীর উপত্যকা।
বৃষ্টি ও তুষারপাত হওয়ায় খুশির হাওয়া স্থানীয় কৃষকমহলে। কারণ, এর ফলে রবি চাষ ভাল হওয়ার সম্ভাবনা। পাশাপাশি, আপেল চাষেও ভাল ফলনের আশায় ব্যবসায়ীরা।
শ্রীনগরের জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। আগামী ২৪-ঘণ্টায় আরও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
বেশিরভাগ জায়গার তাপমাত্রা হীমাঙ্কের নীচে ঘোরাফেরা করছে।
প্রবল তুষারপাতে সব সড়ক বন্ধ হয়ে পড়ায় গাড়ি চলাচল একেবারে স্তব্ধ। অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে টেলি যোগাযোগ ব্যবস্থাও। কুলু-মানালি রোডের বহু জায়গায় সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রোহতং পাসে প্রায় ৬০ সেন্টিমিটার পুরু বরফ পড়েছে। শিমলার তাপমাত্রা শূন্য ছুঁইছুঁই।
দু বছর পর এবার প্রবল তুষাপরাতের সাক্ষী থাকল উত্তরাখণ্ডও। শিমলা এবং কিন্নরে বছরের প্রথম তুষারপাত হল। অধিকাংশ এলাকা বরফের মোটা আস্তরণে ঢেকে গিয়েছে। কুফরি, ফাগু, নারকান্ডা সহ প্রধান পর্যটন স্থান বরফে মুড়ে গিয়েছে।
গত ২ দিন ধরে বাকি দেশের বাকি অংশের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে জম্মু ও কাশ্মীর।
বরফের মোটা আস্তরণে ঢেকে গিয়েছে অধিকাংশ এলাকা। বন্ধ হয়ে পড়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।
গত চারদিন ধরেই তুষারপাত চলছে জম্মু ও কাশ্মীরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -