আলাপ করুন সলমন খানের বিতর্কিত দেহরক্ষী শেরার সঙ্গে
১৯৯৫-এ সোহেল খান শেরাকে অনুরোধ করেন সলমনের নিরাপত্তার বিষয়টি দেখতে। তখনই রাজি হয়ে যান তিনি। শেরার ছেলের নাম টাইগার। সলমন তাকে আপন ভাইপোর মর্যাদা দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁর বাবা তাঁর নাম শেরা রাখেন কারণ জন্মের সময় দারুণ স্বাস্থ্য ছিল তাঁর। বরাবরই শক্তিশালী চেহারা ছিল।
গুরমিত সিংহ জলি ওরফে শেরা। স্কুলের পড়া শেষ করে ঠিক করেন, বডিবিল্ডিং করবেন। চেয়েছিলেন মডেল হতে, ১৯৮৭-তে জুনিয়র মিস্টার মুম্বই প্রতিযোগিতায় যোগ দেন। প্রতিযোগিতায় দ্বিতীয় হন তিনি। আর্থিক স্বাচ্ছল্য না থাকায় মডেলিং কেরিয়ারে বেশি দূর এগোতে পারেননি। শুরু করেন বাবার গ্যারাজে কাজ করতে। পাশাপাশি ‘৯৩-তে খোলেন নিজের নিরাপত্তা সংস্থা, টাইগার সিকিউরিটি।
শেরা জন্মসূত্রে শিখ। আসল নাম গুরমিত সিংহ। বাড়ি আন্ধেরির মণীশ নগরে। ২১ বছর ধরে সলমনের সঙ্গে কাজ করছেন তিনি। সলমনকে ডাকেন ‘মালিক’ বলে। সলমনকে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য শিখদের সবসময়ের সঙ্গী পাগড়িও সরিয়ে রেখেছেন তিনি। এক সাক্ষাৎকারে শেরা বলেন, পাগড়ি নিয়ে ভিড়ভাট্টা সরাতে খুব মুশকিল হত, তাই তাঁকে লম্বা চুল কেটে ফেলতে হয়।
মুম্বইয়ের আন্ধেরির ডিএন নগর এলাকায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে শেরার নামে। এক পরিচিতের সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছেন তিনি।
ইনি হলেন শেরা। সলমন খানের ছায়া। সেলিব্রিটি অভিনেতা ও তাঁর দেহরক্ষী শেরা- কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না। চলুন, জেনে নিই এই শেরা সম্পর্কে কয়েকটি তথ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -