স্ত্রী হেজেল কীচের জন্মদিন পার্টিতে মাতলেন যুবরাজ সিংহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Mar 2017 05:46 PM (IST)
1
গত বছরই দুজনের বিয়ে হয়। সব ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
2
অনুষ্ঠানের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন যুবরাজ।
3
এছাড়া হাজির ছিলেন বলিউড অভিনেতা অঙ্গদ বেদী।
4
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হরভজন সিংহ।
5
ধুমাধামের সঙ্গে স্ত্রী তথা বলিউড অভিনেত্রী হেজেল কীচের জন্মদিন পালন করলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ।
6
সকলে মিলে দেদার আনন্দ করেন।
7
পরে, হেজেলও নিজের ফেসবুক পেজে ছবি শেয়ার করেন।