দেখুন প্রিয়ঙ্কা-নিকের সব থেকে জনপ্রিয় ছবিগুলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jul 2018 02:25 PM (IST)
1
প্রিয়ঙ্কা বলেছেন, তিনি এখন নিককে বুঝছেন, তাঁর মা বলেছেন, এখনই বিয়ের কথা ভাবা তাড়াহুড়ো হয়ে যাবে।
2
3
তবে কখন তাঁরা বিয়ে করবেন ঠিক হয়নি এখনও।
4
কিছুদিন আগে নিউ ইয়র্কের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তাঁরা।
5
6
মেট গালা ইভেন্টেও পাশাপাশি দেখা যায় তাঁদের।
7
8
নিককে নিয়ে গোয়ায় যান প্রিয়ঙ্কা, অম্বানির বাড়ি অনুষ্ঠানেও দেখা যায় তাঁদের।
9
মায়ের সঙ্গে দেখা করাতে তাঁকে ভারতে নিয়ে আসেন তিনি।
10
নিক প্রিয়ঙ্কার থেকে ১০ বছরের ছোট।
11
অল্পদিন আগে প্রিয়ঙ্কা সেলিব্রেট করলেন তাঁর ৩৬তম জন্মদিন। অবশ্যই নিকের সঙ্গে।
12
প্রিয়ঙ্কা খোলাখুলি জানিয়ে দিয়েছেন, নিকের সঙ্গে ডেট করছেন তিনি।
13
প্রিয়ঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের সম্পর্কের কথা আজকাল সকলেরই জানা।