এ বছর সলমনের বাড়িতে হবে না গণেশ চতুর্থী, জেনে নিন কেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Aug 2017 08:50 AM (IST)
1
আবু ধাবিতে চলছে টাইগার জিন্দা হ্যায়-এর শ্যুটিং। পুজোর দিন মুম্বই ফিরবেন সলমন, পরদিন ফিরে যাবেন। সঙ্গে আসতে পারেন ছবির নায়িকা ক্যাটরিনা কাইফও।
2
এই মুহূর্তে সলমন ব্যস্ত তাঁর আগামী ছবি টাইগার জিন্দা হ্যায়-এর শ্যুটিংয়ে।
3
গতবার অবশ্য টিউবলাইটের শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় বাড়ির উৎসবে যোগ দিতে পারেননি তিনি। কিন্তু এ বছর আর পুজো মিস করতে চান না।
4
শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও গণেশ চতুর্থী প্রতিবার সেলিব্রেট করেন সলমন।
5
এবার গণেশ পুজো হবে তাঁর বোন অর্পিতা শর্মার বাড়িতে।
6
তবে এবার নাকি সলমনদের বাড়িতে গণেশ চতুর্থী হচ্ছে না।
7
প্রতি বছর খান পরিবার মেতে ওঠে গণেশ চতুর্থীর আনন্দে। এ বছর ২৫ তারিখ পুজোয় যোগ দিতে চান সলমন।
8
গণেশ ঠাকুরের বিরাট ভক্ত সলমন খান। গত ১৫ বছর ধরে সলমন ও তাঁর গোটা পরিবার ধুমধাম করে পালন করে আসছে গণেশ চতুর্থী।