ছবিতে দেখুন: প্রবল তুষারপাতে কেমন বরফের চাদরে ঢেকেছে সিমলা থেকে মান্ডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jan 2019 02:49 PM (IST)
1
পর্যটকরা দারুণ আনন্দ উপভোগ করছেন। সব ছবি সৌজন্য - গেটি ইমেজেস।
2
দেখুন হিমাচলে তুষারপাতের মনোরম ছবি।
3
ঢেকে গিয়েছে ঘর-বাড়ি।
4
মান্ডি এখন বরফের চাদরে মুড়ে গিয়েছে।
5
হিমাচলের অন্যতম পর্যটনস্থল হল মান্ডি দেবীদর্শ। সেখানে এরকমই দৃশ্য দেখা গিয়েছে।
6
তুষারপাতের ফলে রাস্তা ও গাছের পাশাপাশি গাড়িগুলিও শ্বেতশুভ্র হয়ে পড়েছে।
7
আবহাওয়া দফতর জানিয়েছে, তুষারপাতের ফলে তাপমাত্রা তিন ডিগ্রি কমে গিয়েছে।
8
মান্ডি জেলা ও সিমলায় ভারী তুষারপাতের কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
9
হিমাচল প্রদেশে তুষারপাত অব্যাহত। তাতে মহা আনন্দ ঘুরতে আসা পর্যটকদের। তবে, তুষারপাতের ফলে স্বাভাবিক জনজীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।