বছরে বেতন ৫০০ কোটি, তবুও চাকরি ছাড়লেন
জয়েনিং বোনাস ধরলে নিকেশ বছরে ৮৫০ কোটি চাকা বেতন পেতেন। সফটব্যাঙ্ক ভারতের বিভিন্ন কোম্পানিতে প্রচুর অর্থ লগ্নি করেছে। স্ন্যাপডিলে তাদের লগ্নির পরিমাণ ৬২.৭ কোটি ডলার। ওলা ক্যাবসে লগ্নি ২১ কোটি ডলার। হাউজিংডটকম, ওয়ো রুমস এবং গ্রোফার্সেও লগ্নি করেছে সফট ব্যাঙ্ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গেছে, কোম্পানির সিইও হতে চেয়েছিলেন নিকেশ। কিন্তু বর্তমান সিইও মাসাসোশি সুন তাঁর পদ ছাড়তে রাজি হননি
তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। কিন্তু সেই অভিযোগ ধোপে টেকেনি। গত সোমবার অভিযোগ থেকে নিকেশকে অব্যাহতি দিয়েছে ব্যাঙ্ক।
বিশ্বের অন্যতম হায়েস্ট পেড চাকুরে নিকেশ। তাঁর বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় ৫০০ কোটি টাকা
২২ জুন নিকেশের ইস্তফাপত্র গৃহীত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সফটব্যাঙ্ক
৪৮ বছরের নিকেশের জন্ম ভারতে।
যদিও তিনি কোম্পানির কনসালট্যান্ট হিসেবে কাজ চালিয়ে যাবেন।
সফটব্যাঙ্কের প্রেসিডেন্ট তথা কোম্পানির সিওও নিকেশ অরোরা তাঁর পদ থেকে ইস্তফা দিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -