ইলাহাবাদে প্রকাশ্যে দু হাতে পিস্তল নিয়ে হামলা অপরাধীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2018 12:08 PM (IST)
1
ঘটনায় কেউ জখম না হলেও, ভয় পুলিশে কেউ অভিযোগ জানায়নি।
2
দুদিন আগের ঘটনা এটি। এই ঘটনার থেকে বোঝা যাচ্ছে উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা ব্যবস্থা একেবারেই তলানিতে ঠেকেছে। শুধু গোলাগুলি চালানো নয়, গুন্ডাগিরিও করতে দেখা গিয়েছে ওই অপরাধীকে
3
পুরো ঘটনাটি এলাকার একটি দোকানে লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে।
4
ইলাহাবাদে প্রকাশ্য রাস্তায় দু হাতে পিস্তল নিয়ে এসে এক অপরাধীকে দেখা গেল গুলি ছুঁড়তে।
5
যোগী আদিত্যনাথের আমলে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা যে একেবারে তলানিতে এসে ঠেকেছে, সেকথা আরও একবার প্রমাণ হয়ে গেল।