রং খেলার পর সহজে কীভাবে তুলবেন রঙের প্রলেপ ? কীভাবেই বা নেবেন ত্বকের যত্ন? রইল টিপস
ক্যালেন্ডারে দোল ২১ মার্চ। তবে শহর জুড়ে রঙের উৎসব শুরু হয়েছে ইতিমধ্যেই। মুখের ক্যানভাসে লাল-হলুদ-সবুজের পোঁচ বলছে বসন্ত এসে গেছে। কিন্তু তারপর? নানা রঙে সেজে উঠতে বেশ ভাল লাগে ঠিকই, কিন্তু তা তুলতে কসরত করতে হয় বেশ! দোলের রং নিরাপদে তুলে ফেলার সহজ টিপস রইল এবিপি আনন্দের তরফে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদোলের দিন তো বটেই, বছরের ৩৬৫ দিনই ত্বকের যত্ন নিতে প্রচুর জল খান! জল ত্বককে আর্দ্র ও নরম রাখে ভেতর থেকে।
দোল মানেই সারাদিন ত্বকে নানাবিধ রং লাগা, তারপর তা কষ্ট করে তোলা! সবমিলিয়ে ত্বকের উপর নানারকম এক্সপেরিমেন্ট তো চলেই! তাই শুতে চাওয়ার আগে চাই ময়শ্চরাইজারের যত্ন!
কোনও কোনও রং তুলতে বেশ সমস্যা হয়। সহজে কিছুতেই উঠতে চায় না। জোরে জোরে ত্বক না ঘষে, তুলো অলিভ অয়েলে ভিজিয়ে রং তুলুন। সহজে পরিষ্কার হবে। সঙ্গে ত্বক পাবে অলিভ অয়েলের যত্ন।
বেসন, চন্দন, গোলাপজল, হলুদের মতো ভেষজ উপাদান ত্বকের পক্ষে খুবই উপকারী। মুখ ধুয়ে ফেলার পর এইসব উপকরণে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন।
রং তোলার জন্য ক্ষতিকারক রাসায়নিক যুক্ত সাবান বা ফেসওয়াশ না ব্যবহার করাই ভাল। এতে ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট হয়ে যায়। বদলে ব্যবহার করুন অর্গ্যানিক বা হার্বাল উপকরণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -